Pages

মঙ্গলবার, ২৬ জুন, ২০১২

গান প্লে করার সাথে সাথে আপনি পেয়ে জাবেন গানের কথা(লিরক্স) গুলো windows media player এর স্ক্রীন এ।


ঠিক এভাবেই...।
তো আর দেরি কেন এখন ই ডাউনলোড করে ফেলুন নিচের দেওয়া লিঙ্ক থেকে

উইন্ডোজ এক্স পি এর জন্য click here
উইন্ডোজ ৭ এর জন্য   click here


প্লাগ ইন্স টি ডাউনলোড করুন তারপর সেট আপ দিন বাস আপনার কাজ শেষ।
গানের কথা (লিরিক্স) পেতে অবশ্যই গান প্লে করার আগে ইন্টারনেট কানেকশন থাকতে হবে এবং গানের নাম ঠিক থাকতে হবে যেমন track 10 artist ..... এমনটা হলে আপনি কিন্তু গানের লিরিক্স পাবেন না।সব চাইতে ভালো হয় আপনি যদি কোন গান নেট থেকে ডাউনলোড করে তারপর প্লে করেন তবে লিরিক্স পাবেন।

বৃহস্পতিবার, ২১ জুন, ২০১২

আসুন দেখি কিভাবে আপনার সেট এর কোয়ালিটি ভাল মন্দ যাচাই করবেন।


বাজারে নকিয়ার সেটই সবচেয়ে জনপ্রিয়, আর এই জনপ্রিয়তাকে পুজি করে এক শ্রেনীর অসাধু আমদানীকারক নিম্নমানের নকিয়া সেট এনে আপনাকে প্রতারিত করছে। আসুন দেখি কিভাবে আপনার সেট এর কোয়ালিটি ভাল মন্দ যাচাই করবেন।
*#06# চাপুন। এতে করে আপনার মোবাইল এর ১৫ ডিজিট এর ( IMEI ) আই.এম.ই.আই নম্বার পাবেন।
নোট: আই.এম.ই.আই ( IMEI ) = ইন্টারন্যাশনাশ মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি।
এখন উক্ত সিরিয়াল নম্বার হতে সাত ( ৭ ) এবং আট ( ৮) নং ডিজিট এর মান হতে আপনার সেট এর মান/ কোয়ালিটি জানতে পারবেন।
http://forum.projanmo.com/uploads/2008/09/859_imechart.jpg
  • সাত এবং আট নং ডিজিট যদি 02 বা 20 হয় , এটা এর এসেম্বলিং আমিরাত ( যাকে আমরা ডুবাই বলে ডাকি) এবং এর কোয়ালিটি খুবই খারাপ। [ অধিকাংশ সেটই ডুবাই/ আমিরাতের এসেম্বলিং করা, যা আমার চায়না হিসাবে জানি ]
  • সাত এবং আট নং ডিজিট যদি 08 বা 80 হয় ,মানে হল এর ম্যানুফেকচারিং দেশ র্জামানী এবং এর কোয়ালিটি মোটামুটি মানের।
  • সাত এবং আট নং ডিজিট যদি 01 বা 10 হয় ,মানে হল এর ম্যানুফেকচারিং দেশ ফিন্সল্যান্ড এবং এটি খুবই ভাল কোয়ালিটির।
  • সাত এবং আট নং ডিজিট যদি 00 হয় ,মানে হল এটা অরজিনাল ফ্যাক্টরী হতে উৎপাদিত (বানান ঠিক নাই) আর এটাই হলো সবচেয়ে নির্ভরযোগ্য ভাল কোয়ালিটির সেট।
  • সাত এবং আট নং ডিজিট যদি 13 হয় , মানে হল এর ম্যানুফেকচারিং দেশ আজারবাইযান এবং এর কোয়ালিটি খুবই খবুই নাজুক এবং এটা ব্যবহারে স্বাস্থগত সমস্যার সৃষ্ট হতে পারে।

Facebook time line remover ...........


মূলত এর জন্যে আপনাকে ফায়ারফক্সের একটা এড অন ইন্সটল করতে হবে।
প্রথমে TimeLineremove extention টি ডাউনলোড করে ইন্সটল করে নিন। লিঙ্ক এ ক্লিক করে আ্যলাও বাটনে ক্লিক করুন
ব্যাস হয়ে গেল। ইন্সটল করা হয়ে গেলে আপনার  ফেসবুক প্রোফাইল টি রিফ্রেশ করুন। দেখুন আপনার পুরাতন প্রোফাইল চলে এসেছে।
এড অন টি ডিজ্যাবেল করতে আপনার ফায়ারফক্সের Tools>Add ons এ গিয়ে ডিজ্যাবেল করে দিন, আবার টাইমলাইন ফিরে পাবেন।

মঙ্গলবার, ১৯ জুন, ২০১২

IDM problem ? Here is the solution for IDM .



Here is the solution for idm. please download this crack and run it then see ..............
then you see idm problem run this software and click "start" then start your download .. don't click "update". Remember  that u have to run this crack every running  pc . so please download this software from here: :           http://www.4sync.com/rar/R7Ijc_mA/IDMCrackForLifeTime_lokman.html